খাবারে আরশোলা বন্দে ভারতে, তীব্র ক্ষোভ জানালেন যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : আবার খাবারে আরশোলা, এবার এনজিপি হাওড়া বন্ধে ভারত এক্সপ্রেসয়ে। এই নিয়ে চূড়ান্ত ক্ষোভ জানালেন যাত্রীরা। দুপুর সাড়ে বারোটার সময় এক যাত্রী দুপুরের খাবার খেতে চাইলে রাতের খাবার দিয়ে যান, ওই ট্রেনের এটেনডেন্টরা। ওই ব্যক্তি একবার খেয়ে আরেকবার খেতে গেলেই লক্ষ্য করেন তার প্লেটের মধ্যে আরশোলা। সঙ্গে সঙ্গে তিনিও ডাকেন ওই এটেনডেন্ট কে। অ্যাটেনডেন্স এসে দেখতে পারেন যে প্লেটে আরশোলা আছে। এক্সট্রিমলি সরি বলে প্লেট পরিবর্তন করে নেন।
আর এই ঘটনায় পরেই চরম ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তারা জানেন দিনের পর দিন এই একই ঘটনা ঘটছে অথচ এই ব্যাপারে রেল কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। টিকিট কাটার সময় মোটা টাকা নিচ্ছেন রেল কর্তৃপক্ষ অথচ পরিষেবার বেলায় শূন্য, এদিন যাত্রীরা বিক্ষোভ দেখান মালদা আসার পরে। এদিকে অ্যাটেনডেনরা জানিয়েছেন যেটা হয়েছে সেটা একেবারেই ঠিক না ভুলবশত কাজ হয়েছে চেষ্টা করা হবে আর যাতে না হয়। বন্দে ভারত ট্রেনের খাবারের মান নিয়ে ক্ষোভ যাত্রীদের অনেক দিন ধরেই। এই ঘটনা ঘটেছে অনেক বার করে। যাত্রীরা জানিয়েছেন খাবার দেওয়ার আগে অন্তত কর্তৃপক্ষের দেখে নেওয়া উচিত তা পরিবেশন করার যোগ্য কিনা ।