খাবার না পেয়ে হাতিরা ক্রমশ চলে আসছে শহরে, চরম বিপাকে সাধারণ মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ডিসেম্বর মাসে অনেকেই ঘুরতে আসছেন উত্তরবঙ্গে, কেউ জলদাপাড়া, কেউ গরু মারা আবার কেউ লাটাগুড়ি। সবাই ঘুরে ফিরছেন। তবে গত এক মাস ধরে পর্যটকদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে হাতি। বিশেষ করে সন্ধ্যার পরে আর এখন তো শীত পড়ে গেছে, সাড়ে চারটে পাঁচটার পরেই অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই সময় ফিরছেন পর্যটকেরা আর ফিরছেন হাতিও শুধু হাতি নয় হাতির পাল। পর্যটকেরা লাইটের আলো অথবা হেডলাইটের আলো দিয়ে ঠিকমতো কুয়াশার মধ্যে দেখছেন না ফেরার পথ। আর সেই ফেরার পথে হাতি থাকলে তো একেবারে কথাই নেই। যেকোনো সময় হতে পারে বড়সড় দুর্ঘটনা।

অনেক সময় হাতি না খেতে পেয়ে শহরের এলাকায় চলে আসছে। আর সেখানে জঙ্গলে পর্যটকরা তখন ছার। মাথায় ঘাম উঠে যাচ্ছে এই শীতকালেও। একের বেশি হাতি থাকলে পর্যটকেরা ঘুর পথে ফিরছেন। তবে হাতি নিয়ে আশঙ্কা কমছে না পর্যটকদের একেবারেই। এত হাতি একেবারে রাস্তার উপরে অথবা শহরে এলাকায় ঢুকে যাচ্ছে, আমাদের কিছু উপায় থাকে না বলেও জানান বন দপ্তরের এক অধিকারিক। উত্তরবঙ্গে হাতি ঘোরাফেরা করছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আর বেড়াতে গিয়ে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। এটাই এখন সবচাইতে বড় মাথা ব্যাথার কারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *