খুশির খবর মধ্যবিত্তের জন্য, আজ বৃহস্পতিবার থেকেই ফের কমল রান্নার গ্যাসের দাম
বেস্ট কলকাতা নিউজ : আজ ১ অগস্ট থেকে কমল রান্নার গ্যাসের দাম। বৃহস্পতিবার থেকেই ফের দাম কমল রান্নার গ্যাসের ।বুধবারই এই দাম কমার কথা জানানো হয়। বৃহস্পতিবার থেকেই সেই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমে দাঁড়ালো ৬২.৫০ টাকা। আরও জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম কমার জেরেই ভারতে দাম কমল গ্যাসের।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে আরও জানানো হয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬৩৭ টাকা থেকে কমে হয়েছে ৫৭৪.৫০ টাকা। যা কার্যকর করা হয়েছে মধ্যরাত থেকেই । রান্নার গ্যাসের দাম কমেছিল জুলাই মাসের শুরুতেও। ভর্তুকিহীন গ্যাসের দাম পয়লা জুলাই থেকে সিলিন্ডার পিছু ১০০.৫০ টাকা কমে।এর আগে ভর্তুকিবিহীন গ্যাসের দাম ২৫ টাকা বাড়ে গত জুন মাসে । মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই হয় সেই মূল্যবৃদ্ধি।এদিন থেকে কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৬০১ টাকা, দিল্লিতে ৫৭৪.৫০ টাকা, মুম্বইতে ৫৪৬.৫০ টাকা ও চেন্নাইতে ৫৯০.৫০ টাকা।