গতকাল ছিল গুরু পূর্ণিমা তাই নিজের পুরনো গুরুকে সম্মান জানাতে শিলিগুড়ি আসলেন ঋদ্ধিমান সাহা
শিলিগুড়ি : নিজের পুরনো ক্লাবে গুরুপূর্ণিমার দিন নিজের প্রথম কোচ কে সন্মান দিতে শিলিগুড়িতে আসলেন ঋদ্ধিমান সাহা। তিনি জানালেন এই বছরের শেষে তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন। তিনি এও জানলেন তিনি খুশি বাংলা থেকে অবসর নিচ্ছেন। সৌরভ গাঙ্গুলী তার বাড়িতে লোক পাঠিয়ে এবং ফোন করে বার বার অনুরোধ করছিলেন বাংলা তে খেলে অবসর নিতে। তাই দাদার অনুরোধ আর ফেরাতে পারলাম না। তাই বাংলাতে আমার শেষ ম্যাচ খেলেই অবসর নেবো। জানালেন পাপালি।
গুরুপূর্ণিমার দিন তিনি অগ্রগামী ক্লাবে এসে বাচ্চা দের সাথে অনেক্ষন কথা বলেন। তিনি টিপস ও দেন শিক্ষির্থী ক্রিকেটার দের। জয়ন্ত ভৌমিক কে প্রনাম করে শ্রদ্ধা জানিয়ে ঋদ্ধি মান সাহা জানান আমার প্রথম কোচ কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আজকের গুরুপূর্ণিমার দিনটি শুরু করলাম। জানালেন অবসরের পরে শিলিগুড়ি তে এসব এবং থাকবো। বেশিদিন থাকতে না পারলেও আসবো আমি জানালেন পাপালি। এদিন বাচ্চারা ঋদ্ধিকে পেয়ে তার অটোগ্রাফ নেবার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। ঋদ্ধি নিরাশ করেন নি কাউকেই।