গরমে বিক্রি বেড়েছে ফলের, সেই সাথে বেড়েছে দামও
শিলিগুড়ি : শিলিগুড়িতে প্রচন্ড গরমে নাকাল মানুষ। দিন ও রাতে প্রচন্ড গরম শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে। তাপমাত্রা বাড়তে বাড়তে ৩৯ থেকে ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। যত গরম বাড়ছে বিক্রি বাড়ছে ফল এবং ঠান্ডা পানিয়ের। জুসের দোকান এবং আইসক্রিমের দোকানে মানুষের ভিড় গিজ গিজ করছে। যত গরম বাড়ছে বেড়েই চলেছে ফলের দাম।
আম থেকে কলা কলা থেকে তরমুজ সব ফলের দামি দুই থেকে তিন গুন বেড়েছে। বেড়েছে ফলের রসের দামও। শিলিগুড়ি শহরে প্রায় সাত থেকে নয় রকমের আম আসে যার মধ্যে পাহাড়ি আম আছে, শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে প্রচুর নারকেল গাছ আছে, সেখান থেকে কাঁচা ডাবো বিক্রি হয়। যার বাজার বর্তমানে প্রচন্ড ঊর্ধ্বমুখী। শিলিগুড়ি প্রধান তিনটি বাজার বিধান মার্কেট, সুভাষপল্লী এবং হায়দার পাড়া বাজারে ফলের দাম অগ্নি মূল্য। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ পুজো বা বাড়ির অন্যান্য প্রয়োজনে ফল কিনতে গিয়ে নাকাল হয়ে পড়ছেন। গোটা শিলিগুড়িতেই ফলের দোকান প্রায় হাজারের উপরে কিম্বা তার বেশি, এই প্রতিটি ফলের দোকানের মালিকেরা আসেন শিলিগুড়ি অথবা তার আশেপাশের এলাকা থেকে। মানে সবাই বহিরাগত, তারা জানালেন আমাদের কিছুই করার নাই সবজি এবং মাছের বাজার ঊর্ধ্বমুখী ।