গরম পড়তেই শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ডাবের ব্যাপক চাহিদা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গরম পড়তেই শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ডাবের চাহিদা। ফলের দোকানগুলিতে দেদারে বিক্রি হচ্ছে ডাব। এক একটি ডাব বিক্রি হচ্ছে এমনকি ৫০ থেকে ৬০ টাকাতেও। এদিকে তুলনামূলক গতবারের চেয়ে ডাবের দাম কম থাকায় দেদারে ফলের দোকানে ডাব কিনছে সাধারণ মানুষও । শীত কমতেই সমগ্র জেলায় বাড়ছে গরম এর দাপট। দিনের বেলায় তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি ছুই ছুই করছে। রৌদ্রের প্রখর তাপ। আর এই গরমে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ কাজে বেরিয়ে তেষ্টায় ছুটছে ঠান্ডা পানীয় বা ডাবের দোকানে। সুযোগ পেলেই মানুষজন ডাব কিনে খাচ্ছে। এখন ডাব ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আবার এদিকে এক ডাব বিক্রেতা জানান সারাদিনে শিলিগুড়ি শহরে প্রায় দু থেকে তিন হাজার ডাব বিক্রি হচ্ছে। শহরের আশেপাশের গ্রাম গঞ্জ থেকে ডাব সংগ্রহ করে শহরে এসে বিক্রি করছেন তারা। লাভ হচ্ছে ভালোই। গরম পড়তেই মানুষ ডাব কিনে খাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *