গরু মারাতে শুরু হল হাতি সাফারি, টিকিটের জন্য হাহাকার পর্যটকদের মধ্যে
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিতে তিল ধারণের কোনো জায়গা নেই যেগুলি মূলত পর্যটকদের কাছে বিপুল জনপ্রিয় । তবে ভিড় শুধু পাহাড়েই নয়, সমতলের বহু জায়গায় লোকে লোকারণ্য। ভিড় বেড়েছে গরুমারা, জলদাপাড়া এবং চামুর্চিতে। এদিকে গরু মারাতেও বর্তমানে হাতি সাফারি চলছে , তাই ভিড় বেড়েছে প্রচন্ড রকম ভাবেই । এমনকি টিকিটের জন্যও হাহাকার পড়ে গেছে মানুষের মধ্যে । কয়েকদিনেই হাতি সাফারি দেখতে রেকর্ড পরিমানে মানুষ ভিড় করেছেন গরু মারাতে।
হাতি সাফারি ছাড়াও গরুমারাতে দর্শনীয় হলো হরিণ। হরিণ দেখতে ছুটে চলেছেন পর্যটকরাও। বিগত কয়েকদিনে পাহাড়ের সাথে সমানভাবে পাল্লা দিয়ে ভিড় বেড়েছে গরু মারাতেও। হাতি সাফারি গত দু’বছর পালন করা যায়নি গরু মারাতে, বিভিন্ন সমস্যার কারণে, আবার শুরু হয়ে গেছে হাতি সাফারি। গরুমারাতে হাতি সাফারি দেখতে এবার ভিড় করেছেন আফ্রিকা এবং অস্ট্রেলিয়া থেকে আসা বহু পর্যটক, ভিড় করেছেন দক্ষিণের পর্যটক রাও। ভিড় করেছেন পাহাড় থেকে আসা মানুষেরাও, অনেকেই অবাক হয়ে গেছেন এই কারণে পাহাড় ছেড়ে সমতলে পাহাড়ি মানুষেরাও, গরু মারাতে এবার হাতি সাফারি দেখবার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। তাতেও ভিড় কমেনি। এবার রেকর্ড ভিড় হবে, দাবি করছেন গরুমারার পর্যটনের সাথে যুক্ত স্থানীয় মানুষেরাও।