গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ বাড়ছে শিলিগুড়িতে
শিলিগুড়ি : শিলিগুড়িতে গাছ কাটা নিয়ে চাপান উতর চলছেই। প্রচুর মানুষ বিতর্ক নিয়ে প্রচণ্ডভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। মানুষ জানিয়েছেন এইভাবে গাছ কেটে ফেলা উচিত নয়। কত মানুষ আছেন এইভাবে গাছের নীচে বসে থাকেন এবং গাছের তলায় বসে বিশ্রাম নেন। সেই কারনে এইভাবে গাছ কেটে ফেলা উচিত নয়।
এদিকে মেয়র গৌতম দেব জানান বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে,দেখছি কিভাবে কি করতে পারা যায়। যদিও মানুষ এইভাবে গাছ কেটে নেওয়াকে মেনে নিতে পারছেন না। অনেকেই জানিয়েছেন গাছ কেটে নেওয়া উচিত নয়। গাছের জন্য কত মানুষের সাহায্য হয়। গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে শিলিগুড়িতে যেভাবে চাপান উতর চলছে তাতে অনেক মানুষই আতঙ্কিত। এস এফ রোডে গাছ কাটা নিয়ে ক্ষুদ্ব ইষ্কুলের ছাত্রছাত্রীরা। তারাও জানিয়েছেন ইষ্কুল বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে ওইসব গাছের ছায়ায় দাড়ান তারা। শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে গাছ কাটাকে কেন্দ্র করে আতঙ্কও তৈরী হয়েছে।