গাছ ভালবাসেন তিনি, ভালবাসেন ফুল মেয়র গৌতম দেবকে দেখা গেলো একটু অন্যরকম মেজাজে
নিজস্ব সংবাদদাতা : তার বাড়ি গেলেই আপনি দেখতে পাবেন, গাছের সম্ভার। কত রকমের গাছ এবং কত রকমের ফুল যে আছে তার বাড়িতে না দেখলে বিশ্বাস করা যায় না। শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব যেন, এখানে অন্য ভূমিকায়। তিনি সব সময় জানান এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, গাছ এবং ফুল শুধু আমার না সবার জন্য ভালো। এখানে থাকলে, করে থাকি আমি। এত ব্যস্ততা এত তাড়াহুড়োর মধ্যে যেন, এই সময়টুকু আমার কাছে একেবারেই আলাদা, জানালেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির মহানগরীক সবার থেকে একটু আলাদাভাবেই চলতে ভালোবাসেন, তার গাছের প্রতি অগাধ প্রেম ভালবাসা সবকিছু প্রমাণ করে দেয়। মেয়র গৌতম দেব আরো জানান, আমি নিজেই পরিচর্চা করতে ভালোবাসি। কারোর সাহায্য ছাড়াই আমি এগুলো করে যাই। এতে আমার মন সতেজ থাকে, মনে আনন্দও থাকে। সকাল বেলায় উঠেই আমার প্রথম কাজ হল গাছের সাথে দেখা করা, তাদের পরিচর্যা করা। এখানেই গৌতম দেব মেয়র হয়েও যেন সবার চাইতে একটু আলাদা।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)