গীতা পাঠ এর দিনে ময়দানে বিক্রি করছিলেন চিকেন প্যাটিস, বদলে জুটলো ব্যাপক মারধর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : গীতাপাঠের দিন, ময়দানে মারধরের অভিযোগ ওঠে দুই প্যাটিস বিক্রেতাকে। মারধরের সেই ভিডিয়ো এমনকি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যম। ভিডিয়োতে দেখা গিয়েছে, চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করা হচ্ছে তাদের । এমনকি এদিন অভিযোগও ওঠে বিক্রেতাদের বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ারও। এই ঘটনায় ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের করা হয় । এফআইআর দায়ের করেন দুই প্যাটিস বিক্রেতাই।

জানা গেছে ওই বিক্রেতার বাড়ি হাওড়াতে। তিনি মাঠে এসেছিলেন চিকেন প্যাটিস বিক্রি করতে। এরমধ্যে কয়েকজন এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেন। তিনি উত্তর দেওয়ার আগে তার বদলে তার উপর শুরু হয়ে যায় আক্রমণ। তিনি শুধু বলতে চান আমি এখানে শুধু বিক্রি করতে এসেছি। আমি এই করে আমার পরিবারের মুখে অন্ন তুলে দি। তিনি জানান আমি যখনই বিক্রি করতে আসলাম তখন থেকেই শুরু হয়ে গেল আমার উপর আক্রমণ। এখন আমি কয়েকদিন কিভাবে বাইরে বের হব? আমি একমাত্র পরিবারের মধ্য উপার্জনকারী। এর পরে কিভাবে চলবো । এদিন এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য হকাররা। তারাও এদিন প্রতিবাদ জানাতে শুরু করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *