গোটা দেশের সাথে শহর শিলিগুড়িতেও পালিত হল কবিগুরুর ৮৫তম মৃত্যু দিবস
শিলিগুড়ি : ২২ শে শ্রাবন কবিগুরুর প্রয়াণ দিবস, গোটা দেশের সাথে এদিন শিলিগুঁড়িতেও পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম মৃত্যু দিবস। শিলিগুড়ির বাঘা যতীন পার্কে এদিন কবিগুরুর স্মৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব এবং শিলিগুড়ি পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং এমএমআইসিরা। মেয়র এদিন জানান আজকে বাইশে শ্রাবণ বিশাদ ভরা দিন। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম মৃত্যু দিবস। শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। বিশ্বকবি তিনি , তার মত মানুষকে আমাদের মত ক্ষুদ্র মানুষেরা যে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারছে এটাই আমাদের কাছে অনেক। মেযের এদিন আরো জানান আজকের দিন ভারতবাসীর কাছে বৈচিত্র্যময় দিন। সেই কারণে হয়তো আকাশের মুখও ভার হয়ে গেছে। কবি গুরুকে বিশ্বব্যাপী মানুষ চেনেন ও জানেন। তাই আজকে আমার সব থেকে আগে দায়িত্ব ছিল বিশ্ব কবি কে সম্মান জানানো। আর সেটাই আমি করলাম।
