গোয়ার নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে, নিহত হল ২৩ জন
নিজস্ব সংবাদদাতা : গভীর রাতে উত্তর গোয়ার একটি নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই রান্নাঘরের কর্মী, যাদের মধ্যে তিনজন মহিলাও ছিলেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও রয়েছেন বলেও এদিন খবর মেলে । জানা গেছে আরপোরা গ্রামে অবস্থিত জনপ্রিয় পার্টি স্পট ‘বার্চ বাই রোমিও লেন’-এ মধ্যরাতের পরে আগুন লাগে। নাইটক্লাবটি গত বছরই খোলা হয়েছিল। এদিকে গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার জানান সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে। কিভাবে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলো সেটা নিয়েও সন্দেহ আছে মানুষের। জনপ্রিয় ওই রেস্টুরেন্ট এ প্রতিবছরই প্রচুর পরিমাণে মানুষ আছেন। যারা ওই রেস্টুরেন্টে নিয়ম করে আসেন। এদিন হয়তো কোন হোটেল কর্মীর অসতর্কতার কারণেই এই ঘটনা ঘটেছে । এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে এককালীন সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।


