চণ্ডীগড়ে ফের বেজে উঠলো ‘এয়ার সাইরেন’, নির্দেশ দেওয়া হল বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার জন্য
বেস্ট কলকাতা নিউজ : জম্মু থেকে গুজরাত, চণ্ডীগড় থেকে অমৃতসর ৷ বৃহস্পতির রাতে একাধিক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান ৷ অপারেশন সিঁদুরের প্রত্যাঘাত করছে পাক সেনা ৷ জায়গায় জায়গায় গতকাল রাত থেকে আজ (শুক্রবার) ভোর পর্যন্ত পাকিস্তানের সমস্ত ড্রোন হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনা ৷ এই পরিস্থিতিতে, পঞ্জাবের চণ্ডীগড় এবং পাতিয়ালায় ফের আজ ভোরে এয়ার সাইরেন বেজে ওঠে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরে থেকে বেরোতে নিষেধ করেছে ৷ চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্তকুমার যাদবের তরফ থেকে বাসিন্দাদের বাড়ির বারান্দায় বেরোতেও নিষেধ করা হয়েছে।

চণ্ডীগড় ও পাতিয়ালায় আতঙ্কের সাইরেন :- শুক্রবার সকালে এয়ার সাইরেন বাজিয়ে সর্তক করা হয়েছে ৷ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের বাড়ির বারান্দায় বা ছাদে দাঁড়াতেও নিষেধ করা হয়েছে । পরিস্থিতির গুরুত্ব বোঝাতে মোহালি প্রশাসন বলেছে, বাইরে বেরনো এই মূহূর্তে নিরাপদ নয়। তবে এই এয়ার সাইরেন বাজানোর প্রায় ১ ঘণ্টা পর সরকারি বিবৃতিতে জানানো হয়, আপাতত সাইরেন বাজানো বন্ধ থাকবে ৷ তবে সকলকেই সাবধানে থাকতে হবে ৷ পাতিয়ালার জেলা প্রশাসনও একই সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে পা না রাখাই ভালো। শুধু তাই নয়, স্কুলগুলিও সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷