চরম বঞ্চনা করা হচ্ছে তাদের, অবশেষে প্রতিবাদ করতে পথে নামলেন ইস্টবেঙ্গল সমর্থকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : তাদের ঠিকভাবে খেলতেই দেওয়া হচ্ছে না, এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন ইস্ট বেঙ্গল সমর্থকেরা। তারা এদিন প্রতিবাদ করলেন ইস্টবেঙ্গল রোড নামাঙ্কিত রাস্তায়। এদিন তাদের অন্যতম সমর্থক মদন ভট্টাচার্য জানান আমাদের বিরুদ্ধে নানা রকম প্রবঞ্চনা চালিয়ে যাওয়া হচ্ছে। যখন আমরা বদ্ধপরিকর ভালো খেলতে এই সময় অহেতুক চাপ সৃষ্টি করে আমাদের খেলাটাকে খারাপ করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ইস্টবেঙ্গল ক্লাব সারা পৃথিবীতে এক পরিচিতি ক্লাব। এক ক্লাবের সদস্য এবং সমর্থকরা সারা বিশ্বের কাছে পরিচিত, এইভাবেই বঞ্চনা করা যাবে না, এইভাবে ইস্ট বেঙ্গল ক্লাবকে দমিয়ে রাখা যায়নি। তাই আমাদের বিরুদ্ধে যারা এই অবিবেচনা পূর্ণ কাজ করছেন, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। ভবিষ্যতে যদি এই ব্যবস্থা ঠিক করা না হয় সবাই আমরা আরো বড় আন্দোলনের নামবো। এদিকে অন্যতম সমর্থক দেবাশীষ ভট্টাচার্য এদিন এও জানান আমি ছোটবেলা থেকেই ইস্টবেঙ্গলের সমর্থক, জলপাইগুড়িতে আমার বাড়ি আছে সেটাও ইস্টবেঙ্গলের রঙে রাঙিয়ে তুলেছি আমি। ইস্ট বেঙ্গল ক্লাব খারাপ খেলতেই পারে, ভালো মন্দ তো থাকবেই। তবে এইভাবে বঞ্চনা করে কোনভাবেই পিছিয়ে দেওয়া যায় না। আমরা এর প্রতিবাদ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *