চলছে কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের পুনঃ নবীকরণ এর কাজ, খতিয়ে দেখে গেলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাজ চলছে, বহুদিন ধরে। এবারে তা সরজমিনে প্রদর্শন করে গেলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং মেয়র গৌতম দেব।গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন তারা, মেয়র এদিন জানান, শিলিগুড়িতে আবার বড় ধরনের প্রতিযোগিতা হবে, আমরা সেই প্রস্তুতি নেব। তবে তার আগে দরকার আমাদের গর্ব এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কে ,আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। তার জন্য দরকার প্রচুর অর্থের, কারণ শিলিগুড়ি ক্ষমতা রাখে এই ধরনের প্রতিযোগিতা করার। স্টেডিয়াম কে এইসব প্রতিযোগিতা করার যোগ্য করে তুলতে হবে।

এদিন মেয়র আরো জানান ৩০ থেকে ৩২ হাজার লোক আসে এই স্টেডিয়ামে, আমাদের দরকার ভালো পার্কিং ব্যবস্থা সবার আগে। ভালো কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি, যত দ্রুত কাজ শেষ হবে যতই আমরা সামনের দিকে এগিয়ে যাব, এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, আগে ফেডারেশন কাপ এয়ারলাইন্স কাপ হয়ে গেছে, বিদেশে ক্লাবগুলো খেলতে এসেছে এখানে, আবার যাতে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি সেটা আমাদেরই দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *