চার বছর ধরে তালাবন্ধ অবস্থায় চরম অবহেলায় পড়ে রয়েছে সাধারণ পাঠাগার, বঞ্চিত হচ্ছেন পাঠকরা
বেস্ট কলকাতা নিউজ : হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কার্যত চার বছর ধরে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে সাধারণ পাঠাগার। ধুলো জমে নষ্ট হচ্ছে কয়েকশো বই। পাঠকরা বইপড়া থেকে বঞ্চিত হচ্ছেন। লাইব্রেরিয়ান থাকলেও তিনি আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। এই গ্রামীণ পাঠাগারটি চালু করে ফের আগের অবস্থায় ফেরানোর দাবিতে সরব এমনকি বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৬১ সালে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৬নং জঙ্গলবস এলাকায় দেওয়ানগঞ্জ সাধারণ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। এখানে তিন হাজারের বেশি বই রয়েছে। খাতায় কলমে ২৪০ জনের বেশি পাঠক। দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত ছাড়াও হেমকুমারী ও পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বেশকিছু পাঠক এই পাঠাগারে আসতেন। ২০২১ সাল থেকে লাইব্রেরিয়ানের দেখা মেলেনি। ফলে যাবতীয় বই নষ্ট হতে বসেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। কলেজ ছাত্র পাপ্পু রায় পাটোয়ারি বলেন, আগে নিয়মিত পাঠাগারে যেতাম। এখন বাধ্য হয়ে মোবাইলে ম্যাগাজিন পড়ি। চাকরির প্রস্তুতি নেওয়া যুবক মৃণালকান্তি রায় বলেন, নিত্যনতুন সাধারণ জ্ঞানের বই বা চাকরির প্রস্তুতির বই মেলে না।
এদিকে দেওয়ানগঞ্জ সাধারণ পাঠাগারের লাইব্রেরিয়ান সুব্রত সরকার বলেন, আমি দুই থেকে তিনটি পাঠাগার সামলাই। আমার বাড়ি থেকে দেওয়ানগঞ্জ প্রায় ৯০ কিমি। তারপরও মাঝেমধ্যে দেওয়ানগঞ্জের লাইব্রেরিতে যাই। এবিষয়ে কোচবিহার জেলা লাইব্রেরি অফিসার শিবনাথ দে বলেন, দেওয়ানগঞ্জ লাইব্রেরির নতুন ঘরের কাজ হচ্ছে। কাজ শেষ হলেই লাইব্রেরি খোলা হবে। সুব্রতবাবু মাঝেমধ্যে দেওয়ানগঞ্জের লাইব্রেরিতেও যান।