চাহিদা রয়েছে ভিন রাজ্যেও, লাখ লাখ পরিবেশ বান্ধব ‘বিশ্ব বাংলা’ রাখি বানাচ্ছে রাজ্য সরকার
বেস্ট কলকাতা নিউজ : প্রত্যেক বছর রাজ্য সরকারের তরফে ‘বিশ্ব বাংলা’ লেখা রাখি বিতরণ করা হয় ৷ সেই রাখি তৈরি হয় পশ্চিমবঙ্গেই ৷ পূর্ব বর্ধমান জেলার কালনায় রয়েছে রাজ্যের একমাত্র রাখি ক্লাস্টার উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি । সেখানেই তৈরি করা হয় এই রাখিগুলি ৷ শুধু তাই নয়, এখানকার রাখি পাড়ি দিচ্ছে গুজরাত, দিল্লি, ওড়িশা, তামিলনাড়ুর মতো ভিন রাজ্যে । এছাড়া, রাজ্য যুব কল্যাণ দফতরের মাধ্যমেও রাজ্যের প্রতিটি জেলাতেও পৌঁছে যাবে এই রাখি ।
জানা গিয়েছে, রাজ্যের যুব কল্যাণ দফতর মারফত ৬ লক্ষ ৬০ হাজার রাখির বরাত পেয়েছে উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি ৷ তবে এগুলি সবই পরিবেশ বান্ধব রাখি । প্লাস্টিকের নাম গন্ধ নেই তাতে । পাট, সুতির কাপড় দিয়ে সূক্ষ কারুকার্যে সাজিয়ে তোলা হচ্ছে রাখিগুলিকে । ৯ অগস্ট রাখি বন্ধন উৎসব ৷ আর তার আগে বরাত অনুযায়ী রাখি তৈরিতে ব্যস্ত ক্লাস্টারের প্রায় হাজার কর্মী ।

স্থানীয় ও ক্লাস্টার সূত্রে জানা গিয়েছে, কালনা ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রামাঞ্চলের মহিলা রাখির আগে দু-এক মাস ধরে এই কাজে যুক্ত থাকেন । গ্রামের পুরুষ মহিলারা অন্যান্য রাখি তৈরি করলেও ক্লাস্টারের কাজে মজুরি বেশি মেলায় তাদের উৎসাহ বেশি থাকে । চলতি বছরে রাখির চাহিদা অনেকটাই বেশি । বিশেষ করে ব্রেসলেট রাখি, ময়ূরের পালক দেওয়া রাখি, কিংবা রাজস্থানি রাখির চাহিদা ভালো আছে । তবে রাখি তৈরির কাজে পুরুষেরা থাকলেও মহিলারাই বেশি এই কাজ করে থাকেন।
রাখি তৈরির শিল্পী প্রতিমা বিশ্বাস বলেন, “সুতির কাপড়ে পাটের বেণী পাটের তৈরি কাপড় দিয়ে প্রায় ২০ -২৫ দিন ধরে এই রাখি তৈরির কাজ চলছে । ২ অগস্ট ডেলিভারি দিতে হবে । কমবেশি হাজার জন এই রাখি তৈরির কাজে যুক্ত । সকাল থেকে প্রায় এগারো বারো ঘণ্টা ধরে কাজ চলছে । অন্যান্য রাখি তৈরির কাজ করলেও এখানে পারিশ্রমিক বেশি থাকায় এই একটা মাসের জন্য অপেক্ষা করে থাকি ।”