চিকিৎসার গাফিলতির মারাত্মক অভিযোগ, রোগীর পরিজনরা সরব হলেন খোদ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে
(*) স্থানীয় সংবাদ ৪ (৪)
বেস্ট কলকাতা নিউজ : ফের বড় অভিযোগ উঠলো এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। চিকিৎসার গাফিলতিরও অভিযোগ করেন রোগীর পরিবারের লোকজন। শুধু তাই নয়, রোগী ও তার পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলে পরিজনরা। জানা গেছে শুভঙ্কর দাস নামক এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে প্রসূতি বিভাগের চিকিৎসার জন্য পৌঁছন মধ্যমগ্রামের বেসরকারি নার্সিংহোমে। সেখানে ভর্তির পর থেকেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন শুভঙ্কর দাস। অভিযোগ, সংশ্লিষ্ট ওই নার্সিংহোমে ভর্তি শুরুতেই জীবন বীমার কাগজপত্র জমা করেন তাঁরা। পরবর্তীতে বেলা বাড়তেই খবর আসে রোগীর রক্তের প্রয়োজন। ২ ইউনিট রক্তের মূল্য রোগী পরিবারের থেকে দাবি করা হয়। খরচা বাবদ ওই নার্সিংহোম ৩৮০০ টাকা চায় বলেও জানায় পরিবারের লোকজন।

তবে এখানেই শেষ নয়, সন্ধ্যা নাগাদ তার স্ত্রীকে স্থানান্তর করবার জন্য সমস্ত হিসেব-নিকেশ নার্সিংহোমের কাছে চাওয়া হলে, শুল্কহীন রশিদ পরিবারকে দেওয়া হয়। এক্ষেত্রে যদিও পরিবারের দাবি উড়িয়ে দেয় বেসরকারি ওই নার্সিংহোম। এরপর সন্ধ্যা নাগাদ ওই বেসরকারি নার্সিংহোম থেকে রোগীকে স্থানান্তর করে সল্টলেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন শুভঙ্কর দাস। এরপর রাতে মধ্যমগ্রাম থানায় গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। যদিও, অভিযোগের ভিত্তিতে ওই নার্সিংহোমের কেউই কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। শুভঙ্কর দাস বলেন, “আমার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ওদের চিকিৎসা পরিষেবা মোটেও ভাল না। তাই অন্য হাসপাতালে নিয়ে যাই। তার জন্য বলি বিল দিতে। কিন্তু সেই বিলে জিএসটি-র নম্বর নেই। যখনই বললাম অমনি ওরা সেটা সরিয়ে দেয়। এরপর আবার দেখি আর একটা জিএসটি বিল ধরাল। আমি টাকাও দিলাম। এদিকে আবার বিলও দিল না।”