চিকেন স্ট্রিপস থেকে শুরু করে পিঠেপুলি, রসনাতৃপ্তির এক অনবদ্য ডেস্টিনেশন হয়ে উঠেছিল বেলগাছিয়া খাদ্য মেলা
বেস্ট কলকাতা নিউজ : চিকেন স্ট্রিপস, চিকেন পপকর্ন, চিকেন ড্রামস্টিকের মতো লোভনীয় খাবার শীতের সন্ধ্যায় তাড়িয়ে উপভোগ করছেন এক ঝাঁক খাদ্যপ্রেমী । তার পাশেই ভিড় উপচে পড়ছে বাংলার ঐতিহ্য ঢেঁকিতে গুঁড়ো করা চালের তৈরি পিঠেপুলি, পাটিসাপটা, মালপোয়া খেতে । দুই ছবি ধরা পড়েছে বেলগাছিয়ার মিল্ক কলোনিতে চলা খাদ্য মেলা আহারে বাহারে-তে। ১৫ জানুয়ারি থেকে শুরু হয় এই খাদ্যমেলার৷ ১৮ জানুয়ারি অর্থাৎ গতকাল রবিবার ছিল এই মেলার শেষ দিন ৷ মেলা চলেছিল বিকেল ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত । এই মেলার আয়োজকদের মধ্যে ছিলেন স্থানীয় বিধায়ক তথা কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবীকা ভট্টাচার্য ।

বাঙালি মানেই খাওয়া-দাওয়া ভুরিভোজ । সব ধরনের খাবারও হাজির ছিল এখানে। নামজাদা দোকানের বিরিয়ানি থেকে এমনকি জাপানি রেস্তরাঁর স্টল। এখানে হাজির ছিল অসংখ্য ছোট মাঝারি স্টলও । যেখানে মেলে পোলাও চিকেন কষা থেকে চাউমিন-চিলি চিকেন কম্বো, ফিস ফ্রাই, গোল্ডেন ফ্রাই, চিকেন পকোড়া । মিষ্টির আইটেমও কোনো খামতি ছিলোনা। শহর কলকাতার নামজাদা দোকান থেকে শুরু করে নবদ্বীপের মিষ্টি দই, জনাইয়ের মনোহরা, মালদার কদম্ব, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা-সীতাভোগ সবই হাজির ছিল এই খাদ্য মেলায়
।

