চিন্তা ক্রমশ বাড়ছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে, লকডাউন শুরু নাগপুরে
বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে৷ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬২০ দাঁড়িয়েছে গত ২৪ ঘণ্টায়৷ এনিয়ে মহারাষ্ট্রে ২৩ লাখ ১৪ হাজার ৪১৩ দাঁড়াল মোট করোনা আক্রান্তের সংখ্যা৷
এদিকে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০৷ এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৮৬১ জন৷ সবথেকে ভয়ংকর নাগপুরের পরিস্থিতি৷ ইতিমধ্যেই এক সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে সেখানে ৷পুলিশ মোতায়েন করা হয়েছে এমনকি বিভিন্ন এলাকায়৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা কোভিড গাইডলাইন না মেনে রাস্তায় বের হবেন কঠোর পদক্ষেপ নেওয়া হবে তাঁদের বিরুদ্ধেও৷ নাগপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৫২ জন৷ নাগপুরে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে চলতি মাসেই৷ একইভাবে মহারাষ্ট্র কোভিড টেস্ট বাড়িয়ে যাচ্ছে ক্রমাগত ভাবেও৷ গত ২৪ ঘণ্টায় সেখানে টেস্টের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৮১ জন ৷ এনিয়ে মহারাষ্ট্রে মোট টেস্টের সংখ্যা ছাড়াল ১কোটি৷