ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই , দুই মহিলা সহ নিহত হল ৬ মাওবাদী
বেস্ট কলকাতা নিউজ : ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। খতম নিষিদ্ধ সংগঠনের অন্যতম নেত্রী ঊর্মিলা সহ ছ’জন। সবমিলিয়ে মৃতদের মাথার দাম ছিল ২৭ লক্ষ টাকা। সংগঠনের শীর্ষস্থানীয় নেতা পাপা রাওয়ের স্ত্রী ছিলেন ঊর্মিলা। এছাড়াও ওই এনকাউন্টারে বুচানা কুরিয়াম নামে আরও এক মাওবাদী নেত্রীর মৃত্যু হয়েছে। গত ১১ নভেম্বর যৌথ অভিযানে প্রত্যন্ত কাচলারানম গ্রামে এই ছ’জনকে নিকেশ করা হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন মাওবাদী পালাতে সক্ষম হয়।


