ছেলে-বউমার চরম নির্মম অত্যাচার! যাদবপুরের ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু, বড় অভিযোগ মেয়ের
বেস্ট কলকাতা নিউজ : যাদবপুরের একটি অভিজাত ফ্ল্যাট থেকে উদ্ধার এক বৃদ্ধ দম্পতির দেহ। খুন না আত্মহত্যা, তা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় দম্পতির ছেলে ও বউমার বিরুদ্ধে নির্মম অত্যাচারের অভিযোগ তুলেছেন তাঁদের মেয়ে ও প্রতিবেশীরা।

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন দুলাল পাল (৬৬) ও রেখা পাল (৫৮)। মুকুন্দপুরের দু’কামরার ফ্ল্যাটে তাঁদের সঙ্গেই থাকতেন ছেলে সৌরভ পাল ও পুত্রবধূ কল্যাণী পাল। মঙ্গলবার সন্ধের পর দম্পতির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও, কোনও উত্তর পাওয়া যায়নি। অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। পুলিশ দেখে,ফ্ল্যাটের ডাইনিং রুমে সিলিং ফ্যানে ঝুলছে বৃদ্ধের দেহ। পাশের ঘর থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত দেহ। দেহ দু’টি উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশকে দম্পতির মেয়ে অভিযোগ জানিয়েছেন, তাঁদের খুন করে ঝুলিয়ে দিয়েছেন দাদা ও বৌদি। এটি আত্মহত্যার ঘটনা নয়। তাঁদের খুন করা হয়েছে। অন্যদিকে ওই ফ্ল্যাটের এক বাসিন্দা জানিয়েছেন, ছেলে-বউমার সঙ্গে প্রায়ই ঝামেলা হত বৃদ্ধ দম্পতির। নিত্যদিন অশান্তি হত। মঙ্গলবার সকালেও তাঁদের ঝগড়া, ঝামেলা হয়। এরপরই কাজে বেরিয়ে যান সৌরভ ও কল্যাণী। পূর্ব যাদবপুর থানার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করে পুলিশ।