জঙ্গি ঘাটি উড়িয়ে প্রত্যাঘাত করল ভারত, ৯টি জঙ্গি ঘাটি উড়িয়ে দিল ভারতীয় সেনারা, উৎসবে মাতলো শিলিগুড়ি
শিলিগুড়ি : সবার সাথে জেগে উঠলো শহর শিলিগুড়ি। এদিন ভোরে পাকিস্তানের ১০০ কিলোমিটারের মধ্যে ঢুকে নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিলে ভারতীয় বায়ুসেনা। এদিন সারা দেশের সাথে মেতে উঠলো শহর শিলিগুড়ি। শিলিগুড়ি বাঘা যতীন পার্ক, হ্যাতি মোড় এবং বিধান মার্কেট এ উচ্ছ্বাসে ফেটে পড়লো স্থানীয় মানুষজন ।অনেকেই এদিন জানান এবারে যোগ্য জবাব দেওয়া হয়েছে। যারা নিরীহ মানুষদের হত্যা করে , সাধারণ মানুষকে মেরে ফেলে তাদের সাথে আমরা কোন সহানুভূতি চাইনা। ভারত সবসময় সন্ত্রাসবাদের বিপক্ষে ছিল আছে এবং থাকবে। পাকিস্তান কোনদিন ভারতের বন্ধু থাকতে পারেনা, এটা ওরা হাভে ভাবে দেখিয়ে দিয়েছে। আজকে তার যোগ্য জবাব ওরা পেল। এই ধরনের অনেক জবাব ওদের জন্য অপেক্ষা করছে। তবে শুধু সময় এর অপেক্ষা। আমরা গর্বিত আমাদের সেনাদের জন্য, জানালেন সবাই।
