জম্মু ও কাশ্মীর সীমান্তে নতুন করে ফের সন্ত্রাসের ছক, ২ জঙ্গি খতম কুপওয়ারায় , হদিস মিলল প্রচুর আগ্নেয়াস্ত্ররও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জম্মু ও কাশ্মীর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতীয় সেনা। প্রচুর আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। এদিকে শ্রীনগরে ভারতীয় সেনার চিনার কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছিল, জঙ্গি অনুপ্রবেশ নিয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর কুপওয়ারার গুগলধরে অভিযান শুরু হয়েছে। সেনা ও পুলিশ যৌথ অভিযান চালায়। তারা জানায়, সেই অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

এক্স হ্যান্ডলে চিনার কর্পসের তরফে জানানো হয়, “অপারেশন গুগলধর চলাকালীন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান চলছে।” সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার অভিযানের সময় সীমান্তে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। তখন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জবাব দেয় যৌথ বাহিনীও। মূলত কুপওয়ারায় ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই জওয়ান জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় । দুই জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও সেনার তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *