জয় হিন্দ বাহিনী নিয়ে আলোচনা, শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিশেষ বৈঠক
শিলিগুড়ি : শিলিগুড়িতে জয়হীন বাহিনী নিয়ে তৃণমূলের বৈঠক অনুষ্ঠিত হলো। শিলিগুড়ি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় তে এই বৈঠকে সভাপতিত্ব করলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানালেন আমাদের এই জয় হিন্দ বাহিনীকে আমাদের সংগঠিত করতে হবে। আগামী দিনের জন্য। আমাদের কাছে ২০২৬ বিধানসভা নির্বাচন একটা বড় পরীক্ষা। সেই পরীক্ষাতে আমাদের সফল হতে হবে। আমাদের এই জয় হিন্দ বাহিনীতে মহিলারাই সর্বশেষ সিদ্ধান্ত নেবেন। জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে থাকবে বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।
এদিন তিনি আরও জানান আমাদের সমস্ত জেলা স্তরের কর্তাদের কাছে আমাদের নির্দেশ এই বাহিনীকে সতেজ এবং সজাগ রাখতে হবে। জয় হিন্দ বাহিনী তৈরি হয়েছে মানুষের সেবা করার জন্য এবং মানুষের কাছে থাকার জন্য, দরকার হলে যাতে মানুষ আমাদের তাদের পাশে পায় হতাশ না হয় সেদিকেও খোঁজ রাখতে হবে আমাদের । আমাদের কাজ মানুষের সাহায্য করা সেই কারণেই আমাদের মুখ্যমন্ত্রীর এই জয়হীন বাহিনী গঠনের পরিকল্পনা। আর আমাদের দায়িত্ব সেটার বাস্তবায়ন করা সফলভাবে।