জলপাইগুড়িতে সিবিআই হানা দিলো পুলিশ কর্মীর বাড়িতে, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়
জলপাইগুড়ি : জলপাইগুড়ির রায়কত পাড়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুলিশ কর্মী সুবীর দাসের বাড়িতে সিবিআই হানাকে কেন্দ্র করে। জানা গেছে ওই পুলিশকর্মী জলপাইগুড়িতে কর্মরত। কি কারণে তার বাড়িতে পুলিশ হানা দিল এটা জানা না গেলেও হিসাব নিয়ে কোন ঝামেলা হওয়ায় আধিকারিকেরা এদিন তার বাড়িতে তল্লাশি চালায় বলে খবর মেলে। সেই সময় তার বাড়িতে ছিল , দাদা বৌদি ,স্ত্রী এবং অন্যান্য পরিবারের মানুষজন । এদিকে ধনী হিসেবে তারা পাড়ায় মানুষের কাছে বিশেষ পরিচিত এবং ভালো । এহেন ব্যক্তির উপর ঠিক কি কারনে সিবিআই হানা দিলো সেটা জানা যায়নি। তবে বেশ কয়েক ঘন্টা ধরে তল্লাসী চালিয়ে যায় সিবিআই। তবে এদিন সন্দেহজনক এরকম কিছু তারা পাননি । এমনকি বারবার এই ঘটনা ঘটায়, একেবারেই হতাশ ওই পাড়া এলাকার মানুষেরা। তারা এও জানান , শান্তির পরিবেশে অশান্তি তৈরি হয়েছে। এর একটা চরম বিহিত হওয়া দরকার।
