জলপাইগুড়ির কদমতলায় বের হল আর জি করের ঘটনা নিয়ে অভিভাবকদের এক অভিনভ প্রতিবাদ মিছিল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : জলপাইগুড়ির কদমতলাতে আরজিকর নিয়ে এক বিশাল মিছিল বের করলেন সমস্ত স্কুলের অভিভাবকেরা। কদমতলা বাস স্ট্যান্ড সামনে থেকে এই মিছিল শুরু হয় শেষ হলো জলপাইগুড়ি হাকিম পাড়াতে গিয়ে। এই মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সমস্ত বাংলা এবং ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের মা এবং বাবারা।

মিছিলে তারা দাবি জানান আরজি করের ঘটনা আমাদের সবাইকে স্তম্বিত করে দিয়েছে। আমাদেরও মেয়ে আছে তার ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের বাইরে পাঠাতে হবে, হতেও পারে আমরা ভেবে পারছি না কিভাবে তার সুরক্ষা রক্ষা করা যাবে? এই ঘটনা আমাদের কাছে এক অবাক কাহিনীর মতো। অবিলম্বে দোষীদের শাস্তি চাই না হলে এই ধরনের ঘটনা আরো অনেক ঘটে যেতে থাকবে। আমাদের দরকার অপরাধের অপরাধ খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া হোক। এক মাস হয়ে গেছে, আজকে বাংলার মানুষ, চিন্তিত ভীত এবং স্বতন্ত্র। তারা যদি দেখতে পান বিচার হলো এবং অপরাধী শাস্তি পেল, আমাদের দুশ্চিন্তা হয়তো কিছুটা হলেও কমবে। সেদিন হয়তো আমাদের কাছে আনন্দের দিন হবে। এই দিন এই মিছিলে যোগ দেন বেশ কিছু সবজি ব্যবসায়ীও। যোগদান করেন স্থানীয় মাছ বিক্রেতারা। এদিন গার্জিয়ান ফোরাম থেকে জানানো হয় দোষীর শাস্তি যদি অবিলম্বে না হয় তবে আরো আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *