জলপাইগুড়ির নাগরাকাটায় ফের চিতাবাঘের আতঙ্ক, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেলো এক নাবালককে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেড় মাসের মধ্যে পর পর দু’বার ৷ এবার বাড়ির সামনে থেকে এক স্কুল পড়ুয়াকে তুলে নিয়ে গেল চিতাবাঘ । গতকাল বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুটাবাড়িতে ৷ মৃত বালকের নাম করিমূল হক (১২ )। চা বাগানের পর বনবস্তি এলাকায় ফের চিতাবাঘের হামলায় মৃত্যুর ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী-সহ ধূপগুড়ির এসডিপিও গেলসন লেপচা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল পড়ুয়া কলাবাড়ি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্থানীয় কোনও চা বাগান থেকেই চিতাবাঘটি লোকালয়ে এসেছিল । স্কুল পড়ুয়ার বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় চিতাবাঘটি । বালককে মুখে করে স্থানীয় একটি বেগুন ক্ষেতে নিয়ে যায় চিতাবাঘটি । স্থানীয় একজন সেই দৃশ্য দেখতে পান ৷ তিনি চিৎকার শুরু করলে চিতাবাঘটি বালককে ফেলে রেখে দিয়ে চলে যায় । তবে ক্ষত এতটাই গুরুতর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে করিমূল । এরপরেই বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ।

স্থানীয় এক বাসিন্দা জাকির হুসেন বলেন, “বন বিভাগ ঠিকমতো কাজ করে না । এর আগেও এমন ঘটনা ঘটেছে ৷ এলাকায় খাঁচা পাতা হলেও সেখানে কোনও খাবার দেওয়া হয়নি ৷ তাহলে চিতাবাঘ কিসের লোভে খাঁচায় আসবে । বন দফতর সঠিক পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।” এদিকে গরুমারার অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক রাজীব দে বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমরা মৃতের পরিবারের পাশে আছি । সরকারি নিয়ম মেনে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হবে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *