জলপাইগুড়ি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে ব্যাপক নাকা চেকিং চললো শহর জলপাইগুড়ির বিভিন্ন মোড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : অপরাধ ক্রমশ বেড়েছে, আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। সব ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় জলপাইগুড়ি পুলিশ অবশেষে কঠোর উদ্যোগ নিল আইনশৃঙ্খলা রক্ষা করার উদ্দেশ্যে। জলপাইগুড়ির বিভিন্ন মোড়ে বিশেষ করে যেগুলো নামকরা রাস্তা সেখানেi শুরু নাকা চেকিং। মদ্য প অবস্থায় গাড়ি চালানো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে গেছে জলপাইগুড়িতে। জড়িয়ে পড়ছেন কিশোর কিশোরীরাও, তাই অবশেষে শুরু হল জোর নাকা চেকিং। কিভাবে অপরাধ কমানো যায় এ নিয়ে পুলিশের মধ্যে চলে জোড় আলোচনা, সাধারণ মানুষ বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছেন , সর্বোচ্চ হারাচ্ছে বেড়ে গেছে সাইবার অপরাধ , তাই শুরু হল জলপাইগুড়ি পুলিশের এই উদ্যোগ। অপরাধ কমাতেই হবে , জানালেন এক পুলিশ কর্তা। তিনি আরো জানান, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, আমাদের কাছে বিভিন্নভাবে অনুরোধও আসছে , আমাদেরও নিজের পরিবার আছে। শিক্ষিত ভদ্রলোকেরা বিপদে পড়লে খারাপ লাগে সত্যি। তাই আমাদের এই বিশেষ উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *