জলপাইগুড়ি মিছিল করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিকট সারক লিপি দিলেন জেলা স্বাস্থ্য কর্মীদের ঐক্য মঞ্চ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : আজকে জলপাইগুড়ি তে মিছিল করে প্রতিবাদ জানালেন জলপাইগুড়ির স্বাস্থ্যকর্মীদের ঐক্য মঞ্চ। আর সকালে তারা জলপাইগুড়ির কদমতলা থেকে এই মিছিল শুরু করেন। আবার জেলা স্বাস্থ্যযন্ত্রে আধিকারিকদের গিয়ে স্মারকলিপি জমা দেন। এই মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি আশা কর্মীরাও। উপস্থিত ছিলেন পোলিও টিকাকরণ থেকে আশা কর্মীরাও। এদিন সবাই এক সুরে সমবেত হয় প্রতিবাদ করতে করতে জানান আরজি করার ঘটনা সারা বাংলার মানুষদের কাছে লজ্জা, যে মেয়েকে এইভাবে মারা গেল একমাত্র সে জানে এবং তার পরিবার মানে বাবা-মা জানে সে কত কষ্ট পেল, সে একজন প্রতিভাবান ডাক্তার ছিল, তার ভবিষ্যতে বড় ডাক্তার হওয়ার কেমন আশা ছিল তেমনি সম্ভাবনা ছিল, তার আশা এবং সম্ভাবনাকে ধুলিস্যাৎ করে যাওয়া ধর্ষণকারীদের শাস্তি চাই আমরা। আমাদের নারী জাতি সম্মান জড়িয়ে আছে এরমধ্যে।

এদিন স্বাস্থ্যকর্মীদের সাথে যোগ দেন জলপাইগুড়ির বহু স্থানীয় গৃহবধূ এবং বাসিন্দারা। সকলেই সমবেতভাবে একই দাবি জানান অত্যাচারী শাস্তি না দিলে আমাদের এই আন্দোলনের আগুন কখনোই থেমে যাবে না। জলপাইগুড়ি জেলা পরিষদের মহিলা কর্মীরা এদিন আর জি করের ঘটনা নিয়ে এক বিশাল ধিক্কার মিছিল বের করেন। মিছিলে উপস্থিত থাকা আশা কর্মীরা স্লোগান দেন আর দেরি করা যাবে না, শাস্তি দোষীকে দিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *