জলপাইগুড়ি শহরে চরম নাকাল স্থানীয় বাসিন্দারা, রাস্তার উপরে বসেছে দোকান পাট
জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে, রাস্তার উপরে থাকা দোকানদারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে দিনের পর দিন, জলপাইগুড়ির সুপার মার্কেট, দিনবাজার এবং বাসস্ট্যান্ডের সামনে থাকা বাজার নিয়ে প্রচন্ড ক্ষোভ বাসিন্দাদের মনে। কোথাও সবজি বাজার, আবার কোথাও মাছের বাজার , আবার কোথাও পান পাহাড়ে দোকান, একেবারেই রাস্তার উপরে। মাছ কাটার জল রাস্তার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ইচ্ছে না থাকলেও বাসিন্দারা তার উপর দিয়েই যাচ্ছেন। দিনের পর দিন এইভাবে চলতে চলতে চরম ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা।
তারা জানান , দুই চাকার গাড়ি নিয়ে এখন বাজারে ঢোকায় যায় না পায়ে হেঁটে আসতে গেলে পায়ের মধ্যে জল লাগে। দায় হয়ে পড়েছে বাজারে এসে বাজার করা । আমরা বারবার অনুরোধ জানাচ্ছি , যে রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়া হোক সমস্ত বাজার, কিন্তু বাস্তবে কি কার কথা শোনে, একই রকম পরিস্থিতি থেকে যাচ্ছে দিনের পর দিন। সবচাইতে খারাপ অবস্থা হয়ে বর্ষাকালে তখন বাজারে আসাই দায় হয়ে পরে.। এই ব্যাপারে কেন প্রশাসন উদ্যোগ নিচ্ছে না? এটাও একটা বড় প্রশ্ন আমাদের কাছে।