জলপাইগুড়িতে প্রশাসনিক সভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তার দুধারে ভীড় জমলো অগনিত মানুষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন জলপাইগুড়িতে। এদিন এবিপিসি ময়দানে প্রশাসনিক সভাও করেন তিনি। তাঁকে দেখতে এদিন রাস্তার দুধারে অগনিত মানুষ ভীড় জমান। আসার সময় গাড়ি থেকে নেমে তিনি জনসংযোগ করেন সাধারণ মানুষ, পড়ুয়া সহ সকলের সঙ্গে।একেবারে পড়ুয়াদের সাথে হাতে হাত মিলিয়ে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী, এদিন তিনি জলপাইগুড়ির মানুষের প্রশংসা করেন। এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়ে অবরুদ্ধ হয়ে যায় গোটা জলপাইগুড়ি শহর। ট্রাফিক পুলিশকেও এদিন রীতিমতো হিমশিম খেতে দেখা গেছে। অবস্থা সামাল দিতে। মুখ্যমন্ত্রীর এদিনের প্রশাসনিক সভার দিকে নজর ছিল গোটা জলপাইগুড়ি শহরের। সামনেই বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন এদিন সেই দিকেও নজর ছিল সকলের। এদিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি তে পৌঁছালে তাকে অভর্থনা জানাতে আসেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এর নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *