জলপাইগুড়ি তেও টাস্ক ফোর্স এর হানা, সতর্ক করে দেওয়া হল ব্যাবসায়ইদের
জলপাইগুড়ি : অবশেষে সবজির এবং মাছের বাজারেও টাস্ক ফোর্স হানা দিলো জলপাইগুড়িতে। এদিকে জেলা শাসক নিজে সব সবজির বাজারে গিয়ে সবজি বিক্রেতার কাছে সবজির দাম কত হয়েছে তা জিজ্ঞাসা করেন। এদিন সবজির বিক্রেতারা জেলাশাসক কে জানান আমাদের কিছুই করবার নেই, বর্ষার কারনে একেবারে নষ্ট হয়ে গেছে সবজি, বিশেষ করে টমেটো এবং পটল এর দাম প্রচন্ড ভাবে বেড়েছে, প্রচুর নষ্ট হয়ে গেছে, সবজির দাম এর সাথে বৃষ্টির যোগাযোগ আছে অনেকটাই। জলপাইগুড়ির সবজির বাজারে এদিন আগুন দাম ছিল সবজির, এছাড়া জলপাইগুড়ি মিনি মার্কেটেও আকাশ ছুঁয়ে যায় সবজির দাম।
এদিকে জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় সবজির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। টাস্ক ফোর্স ঘুরে যাবার পরেও কেন কমছে না সবজির দাম এটা নিয়েও ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। সবজির পাশাপাশি মাছের দামও আকাশ ছুঁয়েছে শহরে, বড়ো এবং ছোট সব ধরনের মাছের দাম বেড়েছে অনেকটাই। কেন জেলাশাসক ঘুরে যাবার পরেও দাম কমলো না সবজির এটা নিয়েও ক্ষোভ সাধারন মানুষের। জেলা শাসক জানিয়েছেন বর্ষার কারনে প্রচুর সবজি নষ্ট হয়েছে, তাই দাম ধরে রাখতে পারছেন না ব্যাবসায়ীরা। তবে দাম কমে যাবে বলে জানিয়েছেন জেলা শাসক।