জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে আটক প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষের জামিন মঞ্জুর করলো জলপাইগুড়ি জেলা আদালত
জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে ধৃত প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষের জামিন মঞ্জুর করলো জলপাইগুড়ি জেলা আদালত। জানা গেছে বহুদিন ধরে এই ঘটনা নিয়ে জলপাইগুড়ি শহরে এক ব্যাপক উত্তজনার সৃষ্টি হচ্ছিল,। এমনকি বহু মানুষও অসন্তুষ্ট ছিলেন অবশেষে জলপাইগুড়ি জেলা আদালত জামিন দিলেন প্রভাবশালী প্রমোটারকে। এমনকি এও জানা গেছে ওই ব্যক্তির বিরুদ্ধে কোন উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ওই ব্যক্তি ইতিমধ্যেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতে দাবি জানিয়েছিলেন। অবশেষে আদালত এদিন তার জামিনের আবেদন মঞ্জুর করলো। আদালত এদিন জানায় ঠিকভাবে তথ্যপ্রমাণ না থাকার কারণে আজ তাকে জামিন দেওয়া হল। এদিকে এই রায় খুশি তার পরিবারও। এদিক ওই প্রমোটার জানান আমি কোনভাবেই দোষী ছিলাম না , অবশেষে আজকে তার প্রমাণ পাওয়া গেল।


