জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প , মানুষ ঘর ছাড়া হল চরম আতঙ্কে
নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ কম্পনের পর আপাতত পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক জাপানে। সোমবার রাতে দেশের উত্তরপ্রান্তে ৭.৬ রিখটার মাত্রার ভূমিকম্পে তীব্র কাঁপন অনুভূত হয় এবং জাপানজুড়ে জারি হয় সুনামি সতর্কতা। তবে মঙ্গলবার সকালে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। তবুও নাগরিকদের সতর্ক ও প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রথম ধাক্কার পর আগামী কয়েকদিনের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জাপানে ভূমিকম্প কোনো নতুন ব্যাপার না। দুদিন পরপর ভূমিকম্প হয় জাপানে। আপাতত সেইভাবেই জাপানে তৈরী হয়েছে সমস্ত ধরনের ভূমিকম্প কে আটকানোর জন্য বাড়ি। আর সেই ভাবেই অভস্ত সকলে। বিপদ বাড়ার আগে মানুষকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা জাপানে প্রতিবছরই করা হয়ে থাকে। এদিনের ভূমিকম্পে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি জাপানে। মানুষ আগে থেকেই সতর্ক ছিলেন সেই কারণেই সরে গেছেন। তার ফলে ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মনে করছেন জাপানের সাধারণ মানুষ।


