জীবনদায়ী ওষুধের ব্যাপক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজিত হলো দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধির জন্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে। দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিলিগুড়ি পাকুরতলা মোড় থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি শ্রাবণী দত্ত এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্যরাও ।

এদিন এই মিছিলে উপস্থিত হয়ে মেয়র গৌতম দেব জানান কেন্দ্রীয় সরকার অস্বাভাবিকভাবে জীবন দায়ী ওষুধের দাম বাড়িয়ে চলেছে, এই বিষয়ে কেউ কোনো কিছু না বললেও কষ্টে ভুগছেন সাধারণ মানুষ। তাই আমরা আজ তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের করলাম। মিছিলে যোগদান করে মিছিলকে সফল করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সমতল ১২ এবং ৩ নম্বর ওয়ার্ডের সমর্থকেরাও। এদিকে এদিন এই প্রতিবাদ মিছিলে মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেওর রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *