জেরক্সের আড়ালে চলতো ভুয়ো আধার কার্ড তৈরির কাজ , মিনাখাঁয় পুলিশের জালে আটক ২ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির চক্র । গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বকচোরা এলাকা থেকে এমনই অভিযোগ আসছিল পুলিশের কাছে । অবশেষে অভিযান চালিয়ে ভুয়ো আধার কার্ড চক্রের পর্দা ফাঁস হল । এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাকিবুল্লাহ ও মাতিন গাজী । দু’জনই জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড চক্রের কারবার ফেঁদে বসেছিলেন বলে অভিযোগ । টাকার বিনিময়ে অবৈধভাবে চলত এই কারবার । পুলিশি অভিযানে জেরক্স সেন্টার থেকে একটি ল‍্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । এর পিছনে বড় কোনও চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের । সেই কারণে ধৃতদের দফায় দফায় জেরা করছেন বসিরহাট জেলা পুলিশের কর্তারা ।

দেশের আধার ও ভোটার কার্ড অনায়াসে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে চলে যাচ্ছে । এই অভিযোগ ঘিরে মাঝে মধ্যেই সরগরম হয়ে ওঠে রাজ‍্য রাজনীতি । বিশেষ করে পঞ্চায়েত এলাকায় শাসকদলের প্রত্যক্ষ মদতে এই কারবার ফুলেফেঁপে উঠেছে বলে অভিযোগ তুলে তৃণমূলকে নিশানাও করে থাকে গেরুয়া শিবির । যদিও সেই অভিযোগ কখনই মানতে চায়নি শাসক শিবির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *