জেলা পরিষদে কোন দলের কত আসন, সমীক্ষায় চমক
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামাম বেজে গিয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়ন। এরই মাঝে সমীক্ষকদের সমীক্ষা রিপোর্টে এবার থাকছে দারুন চমক। সমীক্ষার আভাস অনুযায়ী এবার পঞ্চায়েতে উত্থান হচ্ছে বিজেপির। তৃণমূল বিপুল জয় পেলেও অন্য বিরোধীদের সরিয়ে রাজ্যে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে পদ্ম শিবিরই।
এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার জেলা পরিষদে ৫৩২টি আসন দখল করবে তৃণমূল কংগ্রেস। মোট ৮২৫টি আসনের মধ্যে সিংহভাগ আসন যাচ্ছে তৃণমূলের দখলে। সেখানে বিজেপি পাচ্ছে ১৪৪টি আসন। আর বামফ্রন্ট, কংগ্রেস ও অন্যান্যরা পেতে পারে যথাক্রমে ৯০, ৪৯ ও ১০টি আসন।