ঝড়ে বিদ‍্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল রাস্তায়, খড়দায় তড়িদাহত হয়ে বেঘোরে প্রাণ গেলো ১ সাইকেল আরোহীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের বিদ‍্যুতের তারের বলি হতে হল পথচারীকে । রাস্তার উপরে পড়ে থাকা বিদ‍্যুতের তারে তড়িদাহত হয়ে বেঘোরে প্রাণ হারালেন এক ব‍্যক্তি । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ আমিন (৫০)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দায়। তিনি খড়দার রহড়া কেরুলিয়া সাইবন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন । সেই সময় বিদ্যুতের হাইটেনশন তার ছিঁড়ে রাস্তার উপর পড়েছিল । আর সেই তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পষ্ট হন তিনি । ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের । তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয় এলাকাবাসী ।

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বুধবার গভীর রাত থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে । সেই দুর্যোগের জেরে বিদ্যুতের তারের অংশ ছিঁড়ে পড়েছিল রাস্তায় । বৃহস্পতিবার সকালে সেখান থেকে যাওয়ার সময় কোনওভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন মহম্মদ আমিন । বিদ‍্যুৎস্পৃষ্ট হতেই সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান তিনি । ছটফট করতে করতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইকেল আরোহী । সাতসকালে এই দৃশ্য দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন সেখানে । এরপর খবর যায় রহড়া থানায় । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । আসেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও ।

তবে, তাঁরা আসা মাত্রই এলাকার বাসিন্দারা যাবতীয় ক্ষোভ উগড়ে দেন । তাঁদের দাবি, “এর আগেও এমন ঘটনা ঘটেছে । তার পরেও উদাসীন বিদ্যুৎ দফতরের কর্মীরা । হাইটেনশন তারের নীচে কোনও সেভ গার্ড নেই । যত্রতত্র খোলা বিদ্যুতের তার । ফলে, যে কোনও সময় আবারও ঘটতে পারে এই দুর্ঘটনা । এর জেরে সবসময় আতঙ্কে থাকতে হয় পথচারীদের ।” এদিকে এ নিয়ে বারবার বলা হলেও বিদ্যুৎ দফতরের ঘুম ভাঙেনি বলেও দাবি করে এলাকার বাসিন্দারা। এদিকে, হাই টেনশন তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরেই পুলিশ ওই ব‍্যক্তির দেহ উদ্ধার করতে সমর্থ হয় । তার আগে পর্যন্ত মৃতদেহ রাস্তাতেই পড়েছিল বলে অভিযোগ ওঠে।

এই বিষয়ে কমল ভট্টাচার্য নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটু ঝড়বৃষ্টি হলেই বিদ‍্যুতের তার ছিঁড়ে যায় । কখনও তার ছিঁড়ে রাস্তায় পড়ে যাচ্ছে । আবার কখনও বিদ‍্যুতের তার ঝুলছে । এটা নিত‍্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে খড়দা এলাকায় । ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে এই ঘটনা বাড়ছে । এক্ষেত্রে বিদ্যুৎ দফতরের যথেষ্ট গাফিলতি রয়েছে । তা না হলে বারবার এই দুর্ঘটনা ঘটবে কেন ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *