টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র জানালেন শিলিগুড়ি কে নিয়ে আগামী পরিকল্পনার কথা
শিলিগুড়ি : টক টু মেয়র, অনুষ্ঠানে মেয়র জানালেন শিলিগুড়িকে নিয়ে তার পরিকল্পনার কথা। মেয়র জানালেন শিলিগুড়ি কে মেগা সিটি পরিকল্পনা করবার আকাঙ্ক্ষ আবার অনেকদিন আছে। আমি মেয়র হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটা করবার চেষ্টা করেছি। শিলিগুড়িতে প্রচন্ডভাবে আধুনিক করবার চেষ্টায় আমি একের পর এক পরিকল্পনা নিচ্ছি। এদিন মেয়রের কাছে বেশ কিছু ফোন আসে যানজট নিয়ে, এবং রাতের বেলায় ছেলে মেয়েদের বাইক নিয়ে ঘোরাফেরা নিয়ে। মেয়র জানালেন আমার যতটুকু কাজ এবং দায়িত্ব, সেটা নিয়ে ভাবছি আমি। শিলিগুড়িতে জলের সমস্যা বহুদিন ধরেই আছে, আমাদের প্রথম কাজ মানুষ যাতে পানীয় জল নিয়ে দীর্ঘদিন ধরে কোন সমস্যার মধ্যে না থাকে, সেটা দেখা। সেটা করে উঠতে পারলেই, আমার টক টু মেয়র অনুষ্ঠান সফল হবে। যার জন্য এই অনুষ্ঠান করা, সেটা সফল হলে আর কি চাই, জানিয়ে দিলেন মেয়র।