টেলিভিশন রেটিং আপাতত বন্ধ হয়ে গেল জালিয়াতির অভিযোগ ওঠায়
বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি অভিযোগ উঠেছে সম্পূর্ণ জালিয়াতি করে তাদের টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) বাড়িয়ে দেখিয়েছে ইংরেজি নিউজ চ্যানেল রিপাবলিক টিভি ও আরও দু’টি চ্যানেল। এমনকি এভাবেতারা বাড়তি অর্থ আদায়ও করেছে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকেও। মূলত কোনও চ্যানেলের টেলিভিশন রেটিং দেয় ব্রডকাস্টিং অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বার্ক) নামে এক সংস্থা। তারা এমনকি ঘোষণাও করেছে, কোনও চ্যানেলের রেটিং ঘোষণা করা হবে না আপাতত তিন মাস।এছাড়াও বন্ধ থাকবে ইংরেজি, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার নিউজ চ্যানেলের সাপ্তাহিক টিআরপি প্রকাশও।
বিবৃতি দিয়ে বার্ক আরও জানায়, যেভাবে টিআরপি নির্ধারণ করা হয়, খতিয়ে দেখা হবে সেই পদ্ধতিও। আগামী দিনে যাতে আমাদের দেওয়া তথ্য আরও নির্ভুল হয়ে ওঠে, কেউ যাতে তা বিকৃত না করতে পারে, চেষ্টা করা হবে তারও।রিপাবলিক টিভি ছাড়া অপর যে দু’টি চ্যানেলের বিরুদ্ধে টিআরপি নিয়ে রিগিং-এর অভিযোগ উঠেছে, তার মধ্যে আছে ফক্ত মারাঠি ও বক্স সিনেমা। গ্রেফতার হয়েছেন এমনকি ওই দু’টি টিভি চ্যানেলের মালিকও। এছাড়াও জেরা করা হয়েছে রিপাবলিক টিভির কয়েকজন ডিরেক্টরকেও। এদিকে রিপাবলিক টিভি এও দাবি করে, টিআরপি রেটিং-এর ক্ষেত্রে দেশের শীর্ষে আছেন একমাত্র তারাই। মুম্বই পুলিশের আরও সন্দেহ,সাংবাদিক অর্ণব গোস্বামীর চ্যানেল মিথ্যা করে ট্যাম রেটিং পয়েন্ট বাড়িয়ে দেখায়।