ডাক্তাররাও চরম ব্যর্থ , দিনের পর দিন রাতে ঘুম নেই কানের তীব্র যন্ত্রণায়! হতাশায় কঠিন সিদ্ধান্ত নিলো এক গৃহবধূ
বেস্ট কলকাতা নিউজ : নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত অনেক সময় হয় ক্ষণিকের সিদ্ধান্ত। অনেকে আবার এমন কাণ্ড ঘটান অনেক যন্ত্রণার পর। এমনই ঘটনা ঘটল মালদহের মুচিয়ায়। কানের যন্ত্রণার সঙ্গে আর পেরে উঠছিলেন না। শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এক গৃহবধূ। পুরাতন মালদায় মুচিয়া অঞ্চলের খানপুর গ্রামে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। আর ওই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। শুরু হয় তদন্ত। আত্মঘাতী গৃহবধুর নাম সাথী সাহা দাস (৩৬) । স্বামীর নাম কৃষ্ণ দাস । পরিবারে স্বামী-সহ এক নাবালিকা কন্যা রয়েছে।

এদিকে গৃহবধূর এক আত্মীয় জানান তিনি দীর্ঘদিন ধরে কানের অসুখে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও সুস্থ হয়ে ওঠেননি। এর ফলে সে মানসিক চরম অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদের কারণে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি । কিন্তু পরিবারের লোকজনের তৎপরতায় বার বার বেঁচে গিয়েছিলেন। আজ ফাঁকা বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগ পেয়ে দুপুরবেলা নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে অবশেষে আত্মঘাতী হন গৃহবধূ। প্রতিবেশীরা দেখতে পেয়ে তড়িঘড়ি গৃহবধূর ঝুলন্ত দেহ নীচে নামান। তবে ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলায় ছুটে আসে মালদা থানার পুলিস । গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে মালদা থানার পুলিস। স্থানীয়দের বক্তব্য়, কানের অসুখে ভুগছিলেন। বহু চিকিৎসার পরও সুস্থ হয়নি। তাই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ।