ডাবগ্রাম ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মশাল মিছিল বিজেপির
নিজস্ব সংবাদদাতা : ডাব গ্রাম ফুলবাড়ীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগচেয়ে বিশাল মশাল মিছিল করলেন বিজেপি সমর্থকেরা। যার নেতৃত্বে ছিলেন বিধায়ক শিখা চ্যাটার্জি। মিছিল যে গোটা ডাবগ্রাম ফুলবাড়ী এলাকা প্রদক্ষিণ করে এবং প্রতি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে যায়। বিধায়ক শিখা চ্যাটার্জির সাথে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিখা চ্যাটার্জি সাংবাদিকদের জানান আরজিকরের ঘটনা মুখ্যমন্ত্রী আড়াল করতে চাইছেন, এতেই প্রমাণ হয় দোষীরা মুখ্যমন্ত্রীর পরিচিত। কিভাবে উনি এই কাজ করে যাচ্ছেন সেটা আমাদের মাথায় ঢুকছে না। মুখ্যমন্ত্রী এবং তার অনুগামীরা সবাই সবকিছু জানেন , এবং এত কিছু হয়ে যাওয়ার পরেও তাদের কোন পরিবর্তন হয়নি।
বিজেপি চায় আর জি করে ঘটনায় যে বা যারা দোষী তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তৃণমূল সরকার এই বাংলার মানুষের মাথা থেকে শান্তি ছিনিয়ে নিতে চাইছে, সাধারণ মানুষকে তারা বোকা বানিয়ে রেখেছে , বিভিন্ন রকমের প্রকল্পের সুবিধা দিয়ে , কিন্তু মানুষ বুঝে গেছে এইভাবে বেশি দিন চলা যাবে না। আমাদের এই মশাল মিছিল চলছে প্রতিবাদের মধ্য দিয়ে, যে বা যারা এই ঘটনার জন্য যারা দোষী তারা যতদিন শাস্তি না পাবেন আমরা আমাদের আন্দোলন এবং লড়াই চালিয়ে যেতে থাকবো জানালেন বিধায়ক শিখা চ্যাটার্জি।