ডাম্পিং গ্রাউন্ড ইসু নিয়ে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করলেন বিধায়ক শিখা চ্যাটার্জি
শিলিগুড়ি : ডাম্পিং গ্রাউন্ড কে নিয়ে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করলেন বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি পুরসভা ঘেরাও করে জানালেন এই পুরসভা আস্তে আস্তে একেবারেই অচল হয়ে পড়েছে। কোথায় কি করতে হবে একেবারেই জানে না। যার ফল ভোগতে হচ্ছে সাধারণ মানুষকে। জল নিয়ে সমস্যা, পার্কিং নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে ফল ভুগছেন সাধারণ মানুষ। ধোয়া যে মানুষের কত ক্ষতি করতে পারে এটা বুঝতে পারে না শিলিগুড়ি পুরসভা।

বিধায়ক আরোও জানান মেয়র গৌতম দেব বিভিন্ন জায়গায় একের পর এক উদ্বোধন করে যাচ্ছেন অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। আজকে আমাদের একটাই কথা যতটা পারা এই পুরো সভাকে সতেজ করে তুলতে হবে। যেটা মানুষের কাজে লাগবে। সে চিন্তাই এই পুরসভা করে না। শিখা চ্যাটার্জির সাথে এদিন উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, এবং যুবকর্মীরা। অন্যদিকে মেয়রকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে চাননি। শুধু একটা কথাই বলেছেন পুরসভা কাজ করে যাচ্ছে, মানুষ একদিন সেটা ঠিক বুঝতে পারবে।