ডিএনএ টেস্টের জন্য মোদীর কাছে আর্জি জানালো নেতাজির কন্যা
বেস্ট কলকাতা নিউজ : নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানালেন , জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজির যে চিতা ভস্ম রাখা আছে তার যেন ডিএনএ টেস্ট করা হয় ৷ আর তা করলেই সামনে আসবে প্রকৃত সত্য। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন তার পিতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু ঘিরে যাবতীয় বিতর্কের অবসান ঘটবে বলে ৷ কারণ অভিযোগ পূর্ববর্তী সরকার তা করার ব্যাপারে গুরুত্ব না দিয়ে অগ্রাহ্য করেছে এই বিষয়টিকে৷
মোদীকে এই রহস্য সমাধানের চেষ্টার কথা বলে অনিতা বসু পাফ আরও জানান, যদি না আলাদা কোনও প্রমান না পাওয়া যায় ,তা হলে তিনি ১৯৪৫ সালের ১৮ অগস্ট এর বিমান দুর্ঘটনাতেই তাঁর বাবার মৃত্যু হয়েছিল বলেই তিনি মেনে নেবেন ৷ তিনি তিনি আরও বলেন, এজন্য তিনি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী মোদী এবং জাপান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন, যাতে করে ডিএনএ পরীক্ষার জন্য রোনকোজির মন্দির থেকে নেতাজির চিতা ভস্ম এ দেশে আনা যায় ৷
অপর দিকে অন্য কোনও প্রমাণ না মেলায় তার বিমান দুঘর্টনায় মৃত্যুর কথা কেউ কেউ বিশ্বাস করে নিলেও অনেকেই এখনও তা বিশ্বাস করেন না৷ আর সেই কারণেই তিনি অবসান চাইছেন এই মৃত্যু রহস্যের ৷ আর এই রহস্যের সবেচেয়ে ভাল সমাধানের পথ হল ডিএনএ টেস্ট করানো৷ জার্মানি থেকে ফোনে অনিতা সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন৷