ডিমের সাথে সাথে বাড়ছে মুরগির মাংসর দাম সবজির পরে কি চিকেন এর পালা? উঠছে প্রশ্ন
শিলিগুড়ি : এবারে মুরগির মাংসের দাম? ঠিকই ভাবছেন মুরগির মাংসর দাম বাড়ছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়েই। এবারে ব্রয়লার মুরগি এবং দেশি মুরগির মাংস বিক্রি হচ্ছে কেজিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতন। গোটা উত্তরবঙ্গ জুড়েই পোল্ট্রি শিল্প একটা অশান্তির মধ্যে আছে, একে দাম বেশী হবার জন্য হেনস্থা, অন্য দিকে প্রশাসনিক চাপ, তিনদিন আগে পুলিশের সাথেও পোল্ট্রি ব্যাবসায়ীদের ঝামেলা হয়েছে। ক্ষোভে ব্যবসা বন্ধ করবার হুমকি দিয়েছেন ব্যাবসায়ী রা। এর পরে পোল্ট্রি ফার্ম এর সাথে পোল্ট্রি ব্যাবসায়ী দের ঝামেলা। সব মিলিয়ে চূড়ান্ত অশান্তিতে মাংস বিক্রেতারা। অনেকেই মনে করছেন এইভাবে বিপাকে পড়তে পারেন পোল্ট্রি ব্যাবসায়ীরা। বর্তমানে সেইভাবে চলছে না ব্যবসা, তাই অশান্তি এবং আশঙ্কায় তারা। জানা গেছে অধিকাংশ মাংস বিক্রেতারা এতো তাই বিরক্ত যে তারা অনিদিষ্ট কালের জন্য মাংস বিক্রি বন্ধ রাখার চিন্তা করছেন।