ডেঙ্গু নিয়ে চরম নাকাল শিলিগুড়ি, সংখ্যা না বাড়লেও আগাম সতর্কতার নির্দেশ মেয়রের
শিলিগুড়ি : প্রতিবছর পুজোর আগে আগেই বেড়ে যায় ডেঙ্গু সংক্রমণ, শিলিগুড়ি ও তার ব্যতিক্রম নয়। আর প্রতিবছরই মানুষের খোঁজ থাকে জমা জল নিয়ে, বিশ্বর অভিযোগ জমা পড়েছে ডেঙ্গু নিয়ে শিলিগুড়ি পুরসভায়। মেয়র জরুরি বৈঠক দেখেছেন কাউন্সিলর এবং এমএমআইসিদের নিয়ে। ইতিমধ্য মেয়র এমআইসি মিটিংয়ে জানিয়েছেন বেঙ্গলি এবারে আগের থেকে সতর্ক হয়ে চলবে শিলিগুড়ি পুরো নিগম। ৪৭ টি ওয়ার্ডের প্রতিটি বাসিন্দাদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন বাড়িতে এবং বাড়ির চারপাশে এলাকায় কোনভাবে জল জমতে না দেন। এবারে শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এবং তারপর থেকেই যথেষ্ট পরিমাণে সচেষ্ট হয়ে পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পুরো নিগম।
প্রতিদিনই ওয়ার্ডে ব্লিচিং এবং মশা নিরোধক পাউডার দেয়া হচ্ছে, দেয়া হচ্ছে বিভিন্ন ডিস্টিল ওয়াটার টাইপের কিটানু নাশক তেল তেল। তা সত্ত্বেও নিশ্চিত হতে পারছেন না মেয়র এবং মেয়র পারিষদে অন্যান্য সদস্যরা। শিলিগুড়িতে বরাবরই ডেঙ্গু নিয়ে একটা আতঙ্ক থাকে বাসিন্দাদের মনে, কারণ ডেঙ্গুর মশা দিনের বেলা কামড়ায়, যেটা নিয়ে রাতে কোন ভয় থাকে না। তাই সব বাসিন্দাদের একটাই আতঙ্ক ডেঙ্গু সংক্রমণ বাইরে থেকেই হতে পারে। এবার আলাদা করে শিলিগুড়ি পুরো নিগম নিচু এলাকাগুলিতে ডেঙ্গুর কারণে আলাদা করে মশারি টাঙ্গানো নির্দেশ দিয়েছে, এবং মশারি বিতরণও করেছেন। তাই ডেঙ্গু একটা আলাদা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের মনে। তবে এবার আগের থেকেই সচেষ্ট হওয়ায় সংক্রমণ অনেকটাই কমবে বলে মনে করছে শিলিগুড়ি পুরো নিগম।