ঢাকে কাঠি পড়তে আর ৩৬ দিন, দুর্গাপুজোর তোড়জোড় চলছে শিলিগুড়িতে
শিলিগুড়ি: আর মাত্র ৩৬দিন তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সারা বছর মানুষ যার জন্য অপেক্ষা করে থাকেন সেই দুর্গাপূজা আসতে আর মাত্র ৩৬দিন, শিলিগুড়ির আমতলা যুব সমিতি এবার তাদের পুজোর ৭৩ তম বর্ষ পালন করছে, তাদের সম্পাদক প্রদীপ পাল জানিয়েছেন এবারে একেবারেই অন্য ধাঁচে তৈরি হচ্ছে তাদের প্যান্ডেল, অমৃতসরের স্বর্ণ মন্দির এবার তাদের মূল আকর্ষণ। যদিও বেশ কিছুদিন দেরি আছে, তবুও থেমে থাকতে চান না তারা, জানালেন বৃষ্টি একটা বড় সমস্যা, যতক্ষণ না উপরের ছাদ দেওয়া হচ্ছে বৃষ্টি পুজোর আয়োজনে বাধা সৃষ্টি করতে পারে, তাই একটু তোর জোর করছি আমরা, জানালেন সম্পাদক। পুজো আসলে বাঙালির মনে একটা আলাদা আনন্দ তৈরি হয়, আর সাথে সাথে আমাদেরও জানালেন তিনি।
দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করতে অনেকটাই সময় লাগে, তাই দেরি না করে কাজ শুরু করে দিয়েছি আমরা। এবার শিলিগুড়িতে বেশ কয়েকটি আকর্ষণীয় দুর্গাপূজা হবে, এবারে মানুষ পুজো দেখে আনন্দ পাবেন বলেও জানান প্রদীপ পাল। আমাদের এই পুজো অনেক দিনের পুরনো, আমাদের এই ক্লাবও অনেক পুরনো, তাই পুজো দেখতে আসা দর্শনার্থীদের যাতে আমাদের পুজো দেখে আনন্দ লাগে সেই আয়োজন এর কোন ত্রুটি রাখবো না আমরা জানান প্রদীপ পাল।