তবে কি যৌবন ফিরবে শতাব্দী প্রাচীন সিনেমা হল রক্সির? মৌ সাক্ষর করলেন মেয়র ফিরহাদ হাকিম
বেস্ট কলকাতা নিউজ : ক্রেডাই-এর আর্থিক সহায়তায় পুরনো রূপ ফিরে পাবে শতাব্দী প্রাচীন সিনেমা হল রক্সি ৷ সংস্থার সঙ্গে এই নিয়ে মৌ সাক্ষর সেরে ফেললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ একসময় কলকাতার অন্যতম জনপ্রিয় সিনেমা হল ছিল ধর্মতলার এই রক্সি । সেই প্রেক্ষাগৃহ রীতিমত ল্যান্ড মার্কে পরিণত হয়েছে কয়েক যুগ ধরে । কলকাতা পুরনিগমের মালিকাধীন এই ঐতিহ্যবাহী রক্সি সিনেমা হল কয়েক বছর আগে বন্ধ হয় যায় । এবার সেই ভবনের অভ্যন্তরীন জৌলুস ফেরাতে আগ্রহী হল বহুতল নির্মাণকারী সংস্থাগুলির সংগঠন কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভলপার অ্যাসোসিয়েশন (ক্রেডাই) ওয়েস্ট বেঙ্গল ।

পাঁচ কোটি টাকা খরচে ভবনটির ভিতরের সংস্কার কাজ হবে ৷ তার জন্য এই সংগঠনটি কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সম্প্রতি মৌ সাক্ষর করেছে । ক্রেডাই বেঙ্গলের সভাপতি সিদ্ধার্থ পানসারি সম্প্রতি কলকাতার ফিরহাদ হাকিমের ঘরে এসে এই সংক্রান্ত মৌ সাক্ষর করেছেন ৷ ফলে বিলুপ্ত হওয়া রক্সি আবার পুরোনো রূপ ফিরে পাবে । রক্সি সিনেমাহল নিয়ে মামলা হয় ৷ আদালতের মামলা শেষে এই ভবনটি সম্পূর্ণ নিজের দখলে নেয় কলকাতা পুরনিগম । নিচতলায় কিছু দোকান থাকলেও বাকি ভবনটি বিভিন্ন বিভাগীয় অফিস হিসেবে ব্যবহার শুরু করে ।
এদিকে ভবনটি প্রায় ১২৭ বছরের বেশি পুরনো । ফলে ক্রমশ জীর্ণ হয় আসে ভবনটি । ভিতর ও বাহিরে বিভিন্ন অংশ থেকে চাঙড় খসে পড়তে থাকে । সিনেমা হলের অংশটি বন্ধই ছিল । একসময় সেখানে কোভিডের টিকা করণের কাজ হত । এর পরে জীর্ণ ভগ্নদশা এই ভবন সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে ৷ তখন বাইরের অংশ সংস্কারের কাজ শুরু করে কলকাতা পুরনিগম । ভবনটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিচার করে পুরনিগম গ্রেড ২ -এ হেরিটেজ তালিকায় নথিভুক্ত রেখেছে এটিকে । ফলে ভবনটির বাইরের অংশ কোনোভাবেই কোনো নকশা বা পরিকাঠামোগত পরিবর্তন করা যাবে না আইন অনুসারে ।