তবে কি সরকারে আসতে চলেছেন ‘নতুন ঘোড়া’ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রর মুখে শোনা গেলো এমনি বড় কথা
বেস্ট কলকাতা নিউজ : কয়েকদিন আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাবী মুখ্যমন্ত্রী’ বলে সম্বোধন করেছিলেন। এরপর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর মুখেও তৃণমূল সাংসদের সুনাম। শুধু তাই আগাম ভবিষ্যতে সরকার হতে পারে অভিষেকের? ইঙ্গিত দিলেন তেমনটাই।
এ দিন তৃণমূল বিধায়ক বলেন, “আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পার্টি করতে গেলে নিয়ম-শৃঙ্খলা মানতে হবে। আমি অভিষেকের সঙ্গে অনেকটা একমত। অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আমাদের দল। আমি পারফরমেন্সের সঙ্গে আনুগত্যটাকেও গুরুত্ব দেব। পারফরমেন্সের সঙ্গে যাঁরা দল ছেড়ে যাবে না তাঁদের দরকার।”
এরপর প্রসঙ্গ ওঠে বৃদ্ধতন্ত্রের। সেই নিয়ে উদাহরণ তোলেন বামেরও । যুব প্রজন্ম না থাকায় লাল শিবিরের কী অবস্থা হয়েছে তাও বললেন তিনি। মদন মিত্র এও বলেন, “অভিষেক কিন্তু দাঁড়িয়ে বলেছিল, আমি ভবিষ্যত। আজকের নেতা। ও লড়ে দেখিয়েছে। প্রায়শই দেখি অভিষেক কে নিয়ে মন কষাকষি দলের। এটা আমি গুরুত্ব দিই না। এটাই তো অভিষেকের দল। ওর হাতেই তৈরি যুবদের মাটি।” সঙ্গে এও যোগ করেন, “দীর্ঘদিনের বৃদ্ধ ঘোড়া দানা খেতে খেতে চলছে। সেই সময় যদি তাজা ঘোড়া জুড়ে দেওয়া যায় সে বাজি মেরে দেবে। আমি বলছি নবীন-প্রবীণ সম্বন্বয়ে যদি দল হয় তাহলে ভাল হবে।”